সুন্দর চুল কে-না চায় ? চুলের যত্নে সবচেয়ে বেশি চিন্তিত থাকে মেয়েরা। মেয়েদের সাথে ছেলেরাও চুলের যত্ন নিয়ে উদ্বিগ্ন থাকে। সবাই চায় নিজেকে একটু সুন্দরভাবে মেলে ধরতে। নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে ত্বকের সাথে সাথে চুলেও যত্ন নিতে হয়। চুলের অতিরিক্ত স্টাইল করতে ভুল কিছু পদক্ষেপ অনুসরন করে থাকেন। শুধু শীতে চুলের যত্ন নয়, চুলের যত্ন নিতে হয় সারাবছর। বলতে গেলে প্রতিদিন চুলের যত্ন নিতে হবে। চুলের স্টাইল করতে অনেক সময় হিট দেয়া, শ্যাম্পু ব্যবহার, জেল ব্যবহার ইত্যাদি চুলের মারাত্বাক ক্ষতি করে। এই সকল কারনে চুলের ক্ষতি করতে পারেন। চুলের স্থায়ী এই ক্ষতি থেকে রক্ষা পেতে নিচের বিষয় গুলো সম্পর্কে জানা দরকার। এই সৌন্দর্য্যকে ফুটিয়ে তুলতে না জানার কারনে যে ভুল মানুষ করে থাকে সেই নিয়ে আলোচনা করব।
চুল আচড়ানো
চুল আচড়ানোর যে চিরুনী ব্যবহার করা হয় সেটার দিকে যথেষ্ঠ খেয়াল রাখতে হবে। চিরুনীর দাঁত গুলো যেন নরম ও নমনীয় হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। অনেকের চুল নষ্ট, ছিঁড়ে যাওয়ার পিছনে এই একটা কারন দায়ী। অনেকে না বুঝে শক্ত চিরুনী দিয়ে চুল আচড়ায়ে থাকে। শীতে চুলের যত্ন নেয়ার সময় সবচেয়ে নরম চিরুনী ব্যবহার করবেন। শক্ত চিরুনী ব্যবহার করার কারনে চুল ভঙ্গুর হয়ে যায়। চুল পড়তে শুরু করে এবং এক সময়ে চুলের ঘনত্ব কমতে থাকে। তাই নরম এবং নমনীয় চিরুনী ব্যবহার করুন।
গরম পানি দিয়ে গোসল
শীতের সময়ে শরীরের তাপমাত্রা কম থাকে। অনেকেই গোসলের সময় গরম পানি ব্যবহার করেন। অনেকে ঝরনায় সাথে ইলেক্ট্রিক যত্ন দ্বারা গরম পানি ব্যবহার করে। গরম পানি চুলের ভিতরে জমা থাকা অ্যান্ট-অক্সিডেন্ট দুর্বল করে থাকে। ফলে চুলের গোড়া নরম হয়ে যায়। কোলাজনের পরিমান হ্রাস পেয়ে থাকে। তাই গরম পানি দ্বারা গোসল করবেন না। কোলাজেন এবং অ্যান্টি-অক্সিডেন্ট চুলকে শক্তিশালী, মজবুত করে থাকে। চুলকে মৃসন করতে সহায়তা করে। এভাবে গরম পানি চুলের পুষ্টি নষ্ট করে ফেল। গোসলের সময় গরম পানি এড়িয়ে চলুন। শীতে চুলের যত্ন নিতে এই বিষয়ে প্রতি খেয়াল রাখতে হবে।
তোয়ালের ব্যবহার
চুল ও ত্বক মুছতে অনেকে একই একই ধরনের তোয়ালে ব্যবহার করে থাকেন। এই ধরনের ভুল অনেকেই না জেনেই করে থাকে। ত্বক মুছতে একটু মোটা কাপড় অনেকে ব্যবহার করে থাকেন। সেই একই ধরনের তোয়ালে দিয়ে চুলও মুছে থাকেন। আজই বন্ধ করুন এই ভুল। এই ভুলের কারনে চুলের ক্ষতি হতে পারে। চুল মুছার ক্ষেত্রে সব সময় সুতি গামছা ব্যবহার করবেন। সুতি গামছা নরম থাকে এবং চুলকে ভঙ্গুর করতে বাধা দিয়ে থাকেন।
শীতে চুলের যত্ন নিতে উপরের বিষয়গুলোর প্রতি দৃষ্টি রাখতে হবে। অনেকেই না জেনে এই ভুলগুলো করে থাকে। এই ভুল গুলো থেকে রেহাই পেলে আপনার চুলের পুষ্টি, কোলাজেন ইত্যাদি নষ্ট হতে দেয় না।
Discussion about this post