ব্রন হলে ডাক্টারের পরামর্শ নেয়া উচিত। ব্রনের চিকিৎসা না করালে অনেক সময় ব্রন ত্বকের মারাত্নক ক্ষতি করতে পারে। ত্বকে গভীর প্রদাহের সৃষ্টি করে। ব্রনের কারনে মানসিক অসুস্থ ও হীণমন্যতা দেখা দিতে পারে। ব্রনের চিকিৎসার জন্য ভাল ডার্মাটোলজিস্টের বিশেষজ্ঞের শরানপন্ন হলে ভাল হয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ধরনের ঔষধ সেবন করবেন না। ব্রনের সংখ্যা ও দিনের উপর নির্ভর করে ব্রনের ট্রিটমেন্ট দিয়ে থাকে। ব্রনের চিকিৎসা সময় সাপেক্ষে। তাই ধৈর্য ধরতে হবে চিকিৎসার সময়। চিকিৎসার মাঝপথে চিকিৎসক পরিবর্তন করবেন না। চিকিৎসকের পরামর্শ ছাড়াই অনেকে নিজের পছন অনুসারে ঔষধ সেবন করে থাকে। অনেকে আবার গ্রাম্য চিকিৎসকের পরামর্শ নিয়ে বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে থাকে। এই সকল চিকিৎসা গ্রহন থেকে বিরত থাকুন। ত্বকের গঠন একবার নষ্ট হয়ে গেলে সেটা ফিরে পাওয়া অনেক কষ্টকর।
ব্রনের চিকিৎসা
- সব ধরনের প্রসাধনী বর্জন করতে হবে। নখ দিয়ে ব্রন খোঁটাখুঁটি করা যাবে না। অধিকাংশ সময় ব্রন আপনা-আপনি ভাল হয়ে যায়।
- দিনে ৩/৪ বার শুধু জল দ্বারা ধৌত করতে হবে, সাবান দিয়ে পরিস্কার করতে হবে অথবা ফেশওয়াশ দিয়ে ধুতে হবে।
- রাতে ঘুমানোর আগে মুখমন্ডল ভালভাবে পরিস্কার করতে হবে চিকিৎসকের দেয়া পরামর্শ অনুসারে জেল লাগানো যেতে পারে। অনেক সময় অনেকের চুলকানি বা লাল হয়ে যেতে পারে। ২/৩ দিন ব্যবহারের পর চুলকানি ভাব দেখা যায় না। তবে যদি লাল লাল ভাব ও চুলকানি বেশি দেখা যায় ব্যবহার বন্ধ করে দিতে হবে।
- কোষ্ঠকাঠিন্য থাকলে তা দূর করতে হবে। ঝাল মসলাযুক্ত খাবার পরিহার করতে হবে। সুষম হালকা খাবার, শকসবজি, ফলমূল এবং প্রচুর পরিমানে জল পান করতে হবে। পুষ্টিহীনতায় ভুগলে প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাবার গ্রহন করতে হবে।
- মাথায় খুশকি থাকলে অ্যান্ট-ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করতে হবে। চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ঔষধ সেবন করতে হবে।
রোগীর ব্রন আক্রান্ত বিবেচনা করে চিকিৎসা পদ্ধতি অনুসরন করে থাকে। হতে পারে তা মলম থেকে শুরু করে খাওয়ার জন্য নির্ধারিত অ্যান্টিবায়োটিক অথবা রেটিনয়েড জাতীয় ঔষধ। ব্রনের ধরন অনুসারে বিভিন্ন টাইপের চিকিৎসা সারা বিশ্বে প্রচলন আছে। ব্যাকটেরিয়া নাশক ব্রনের চিকিৎসায় টেট্রাসাইক্লিন ১৮৫১ সালে থেকেই চিকিৎসায় ব্যবহার হচ্ছে। ফোটোন থেরাপি, এরিথ্রোমাইসিন, অপারেশনের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকে। নিজের জীবনধারা পরিবর্তনের সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিয়ে সব ধরনের চিকিৎসা নিতে পারবেন।
Discussion about this post